হবিগঞ্জে শীতজনিত রোগের প্রকোপ, মেঝেতেও দেয়া হচ্ছে চিকিৎসা

২ সপ্তাহ আগে
হাড়কাঁপানো শীতে হবিগঞ্জের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি।

রোববার (২২ ডিসেম্বর) সরেজমিন বিভিন্ন হাসপাতাল ঘুরে জানা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা।


হবিগঞ্জ সদর হাসপাতালেই চিকিৎসাধীন ৬০ জন ডায়রিয়া রোগী। এ ছাড়া নিউমোনিয়া ও অন্যান্য রোগে ভর্তি আছেন দুই শতাধিক। আক্রান্ত শিশুদের বেডে স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা।


এ ছাড়া জেলার বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ, মাধবপুর, আজমিরীগঞ্জ, বাহুবল ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ভর্তি হচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী।
 

আরও পড়ুন: অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে ঢাবি শিক্ষার্থীরা, চিকিৎসক আটক


চিকিৎসকরা জানান, অস্বাভাবিক ঠান্ডার কারণে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও সেবিকাদের। তবে সাধ্যমতো চিকিৎসা দেয়ার চেষ্টা করছেন তারা।


২৫০ শয্যার হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাঈম আশরাফ চৌধুরী বলেন,‘ তীব্র শীতে শিশুদের কোল্ড ডায়রিয়া দেখা দিয়েছে। এ ছাড়া নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে শিশু এবং বয়স্করাও ভর্তি হচ্ছেন। হাসপাতালের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি আছেন। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করছি সেবা দেয়ার।’

]]>
সম্পূর্ণ পড়ুন