হবিগঞ্জে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, আটক ৩

৩ সপ্তাহ আগে
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের ওপর হামলার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকেলে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের আটক করে।

আটকরা হলেন- পরমানন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে সাদ্দাম হোসেন (২৫), আব্দুল আলীর ছেলে শিরু মিয়া (৪০) ও ইব্রাহিম মিয়ার স্ত্রী খাদিজা আক্তার (৩৫)।


মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম জানান, পরমানন্দপুর গ্রামের তারাচান বেগম ও সেরু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি রাস্তা সংক্রান্ত মামলা চলছিল। আদালতের নির্দেশে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার ওই রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের দায়িত্ব দেন তাকে।


তিনি আরও জানান, নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে উচ্ছেদের কাজ শুরু করলে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সরকারি কাজে বাধা সৃষ্টি করে এবং তাকে ঘিরে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে ম্যাজিস্ট্রেটের টিম সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরে আসে।


আরও পড়ুন: হবিগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত


মুজিবুল ইসলাম বলেন, আমরা কোর্টের নির্দেশে উচ্ছেদের কাজে গিয়েছিলাম এবং কাজ সম্পন্ন করেছি। তবে কিছু লোক যে ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তিনজনকে আটক করা হয়েছে এবং বাকিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার চেষ্টার অভিযোগে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন