মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফ মিয়া (২৭) হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের শাহিদ মিয়ার ছেলে। আহতরা হলেন: একই গ্রামের ফহাদ মিয়া (২৫) ও সোহেব মিয়া (২৫)।
আহতদের স্বজনরা জানান, মঙ্গলবার তিন যুবক মোটরসাইকেলে করে বানিয়াচংয়ে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফ মিয়া মারা যান।
আরও পড়ুন: হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে সংঘর্ষে আহত ৩০
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ রঞ্জন দাশ বলেন, ‘গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছালে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
]]>
৪ সপ্তাহ আগে
১০








Bengali (BD) ·
English (US) ·