হবিগঞ্জে পুকুর থেকে কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার, আটক ২

২ সপ্তাহ আগে
হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পুকুর থেকে আবুল মনসুর (১৫) নামে এক কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনক দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার (২৩ জুন)  দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।


পারিবার সূত্রে জানা যায়, রোববার (২২ জুন) রাতে এক যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর তার কোনো খবর পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরে ওই কোরআনে হাফেজের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।  পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।


আরও পড়ুন: নিখোঁজের একদিন পর মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


পরিবারের অভিযোগ, তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।


এ বিষয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জেনেছি বন্ধু-বান্ধবের সঙ্গে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট এলে প্রকৃত ঘটনা বোঝা যাবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন