সোমবার (৫ মে) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর টেঁটাবিদ্ধ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
জানা যায়, সোমবার সকালে গ্রামের আইয়ুব আলী গরু পার্শ্ববর্তী হামিদা বেগমের ধানের খড় খায়। এ নিয়ে দুপক্ষের নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
প্রায় ২ ঘণ্টা ব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক টেঁটাবিদ্ধ অন্তত ১৫ জনকে সিলেট ও ঢাকায় স্থানান্তর করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।