পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের সামু মিয়া ও আব্দুল হাইয়ের সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে কৃষি জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে কথা কাটাকাটি থেকে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে উভয়পক্ষের নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
আরও পড়ুন: হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
সংঘর্ষে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে দুগ্রুপের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত অর্ধশতাধিক
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
]]>
৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·