হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

৪ সপ্তাহ আগে
হবিগঞ্জ শহরের চাঞ্চল্যকর জনি দাশ হত্যা মামলার প্রধান আসামি সাজু মিয়াকে (৩০) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শহরের আনোয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতা সাজু আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত খুশবান মিয়ার ছেলে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাজুর সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জনি দাশকে হত্যা করার কথা স্বীকার করেছে। তবে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

 

জানা যায়, গত ৩ জুলাই ভোররাতে চুরির উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তি জনির বাসায় প্রবেশ করে। এসময় জনি ও তার ভাই চোরকে ধরে ফেললে একপর্যায়ে দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জনি দাশকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: খেলতে গিয়ে পুকুরে ডুবে হবিগঞ্জের দুই শিশুর মৃত্যু

 

এই ঘটনায় আহত হন জনির বড় ভাই জীবন দাশ জয়, যিনি বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

 

নিহত জনি দাশ (১৬) হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার বাঘতলা গ্রামে। বাবা নর্ধন দাশ চৌধুরী বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

 

ঘটনার পর জনির বড় ভাই জীবন দাশ জয় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে তদন্ত চালিয়ে পুলিশ মূল আসামি সাজুকে গ্রেফতার করে।

]]>
সম্পূর্ণ পড়ুন