হবিগঞ্জ সীমান্ত থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার

৪ সপ্তাহ আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার খাসপাড়া থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাত ১০ টার দিকে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটের চিমটিবিল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ দাউদ হোসেনের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার খাসপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে বিজিবি।

 

এ সময় ৬ বস্তা গাঁজা উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা। আটককৃত মাদক দ্রব্য চুনারুঘাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেয়া হয়। গাঁজার বস্তাগুলো ভারত থেকে সীমান্ত পার করে বাংলাদেশে আনা হয়।

 

আরও পড়ুন: অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় আটক

 

হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান বলেন, বিজিবি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন