হবিগঞ্জ পাসপোর্ট অফিসে যৌথবাহিনীর অভিযান, আটক ৩

১ সপ্তাহে আগে
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিলেন। ঘুষ, হয়রানি আর দালালদের দাপটে সাধারণ ভোক্তভোগীরা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনীর একটি বিশেষ দল যৌথ অভিযান চালায়। হবিগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাজওয়ারের নেতৃত্বে এ অভিযানে প্রথমে অফিস-সংলগ্ন বিভিন্ন ট্রাভেলস অফিস থেকে কয়েকজন দালালকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অফিসের ভেতরে কারা জড়িত সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। 


দালালদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগম, নিরাপত্তা প্রহরী উসমান গনি এবং ঝাড়ুদার উমেশ পালকে আটক করা হয়। তবে আটককৃত দালালদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। আটক তিনজনকে নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের সময় হবিগঞ্জে আটক ৬

স্থানীয়রা অভিযোগ করেন, হবিগঞ্জ পাসপোর্ট অফিসে সাধারণ সেবা নিতে গেলে দালালদের মাধ্যমে যেতে বাধ্য করা হয়। সরাসরি অফিসে গেলে নানা অজুহাতে হয়রানি, সময়ক্ষেপণ আর অতিরিক্ত টাকার চাপ সৃষ্টি করা হয়। ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ দিয়ে দালালদের দ্বারস্থ হতে হয়।


এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
অভিযান পরিচালনার খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও তারা মনে করছেন, এ ধরনের অভিযান যেন নিয়মিত হয় এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন