হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী

২ সপ্তাহ আগে
সিরাজগঞ্জে কলেজ ছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) দুপুরে জান্নাত আরা হেনরীকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবীর।

 

গত ২৩ মার্চ নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে জান্নাত আরা হেনরীকে।

 

আরও পড়ুন: সুড়ঙ্গ পথেই রক্ষা, বন্দিশালা থেকে পালিয়ে জানালেন নির্মমতার গল্প

 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে আসিফ হোসাইন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে বাড়ি থেকে বের হন। তিনি শহরের চৌরাস্তা মোড়ে আন্দোলনে অংশ নেন। দুপুরের পর সাবেক এমপি জান্নাত আরা হেনরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা চালান। এসময় আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে পিটিয়ে হত্যা করা হয়।

 

অভিযোগে আরও বলা হয়, হত্যার পর তাদের মরদেহ জান্নাত আরা হেনরীর বাড়ির বাথরুমে লুকিয়ে রাখা হয় এবং পরে গানপাউডার দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

 

আসিফ হোসাইনের মরদেহ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা ছিল। শনাক্তে ডিএনএ টেস্টের পর চলতি বছরের ৪ মার্চ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর ১৯ দিন পর, ২৩ মার্চ মামলা দায়ের করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন