হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

৪ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জে মাইনুল ইসলাম হত্যা মামলায় বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (৭ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দেন আদালত।


দণ্ডপ্রাপ্তরা হলেন: শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নর কয়লাবাড়ির সহিমুদ্দীন মণ্ডলের ছেলে মো. মোস্তফা ও তার দুই ছেলে নয়ন আলী (৪২) ও মিলন আলী (২৪)।


আরও পড়ুন: ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড


রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় কয়লাবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা মাইনুল ইসলাম নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে। মাইনুল ইসলামের বাড়ি কয়লাবাড়ি গ্রামে। পরে তার ছেলে মইনুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানার হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর শিবগঞ্জ থানার উপপরিদর্শক বরুণ সরকার আদালতে অভিযোগপত্র দাখিল করন। আদালত মামলার সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন