চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় নূর বলেন, ‘রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচার পতন হয়েছে। কিন্তু এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন বিভাজন তৈরি হচ্ছে।’
এক দলের লোক অপর দলের নেতার বিরুদ্ধে অশোভন উক্তি ও আচরণের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে উল্লেখ করে সহনশীলতার প্রয়োজন বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘পাঁচ আগস্টের পর চারদিন সরকারবিহীন দেশে যেখানে সন্ত্রাসী ঘটনা ঘটেনি। সেখানে এখন দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে।’
আরও পড়ুন: আন্দোলনে হামলা, সাবেক কাউন্সিলর গ্রেফতার
এ অবস্থার প্রতিরোধে আগামী নির্বাচন পর্যন্ত যৌথবাহিনীর অভিযান পরিচালনার দাবি জানান নূরুল হক নুর।
সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিসহ সিনিয়র সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন ।