হঠাৎ সাকিবের বিষয়ে ইতিবাচক বিসিবি!

৩ সপ্তাহ আগে ১০
সাকিব আল হাসানের ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে কোনো বাধা নেই। এর আগে বিভিন্ন সময় নানা অযাচিত ঘটনা ঘটলেও, সেগুলোতে বোর্ডের কোনো সায় ছিলো না বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম। পাশাপাশি ভবিষ্যতে যা'তে এ ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সিকিউরিটি ডিপার্টমেন্টকে জানানো হবে বলে জানিয়েছেন আরও দুই পরিচালক ইফতেখার মিঠু এবং সাখাওয়াত হোসেন।

সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের মুকুটহীন সম্রাট। অনেকের মতে, লাল সবুজের ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদ, মিস্টার সেভেন্টি ফাইভ। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যখনই মাঠে নেমেছেন, সমর্থকরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছেন সাকিবের ওপর। যখন মাঠে ছিলেন না, তখনও তাকে ছেড়ে যায়নি তার ফ্যানবেজ। অনেকে মজা করে বলেন, সাকিবের ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রাপ্তি তার লয়্যাল ফ্যানরাই।


কিন্তু সময়টা এখন পক্ষে নেই সাকিবের। এক বছরের বেশি সময় জন্মভূমিতে আসতে পারছেন না তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আসার ইচ্ছা প্রকাশ করলেও, সরকারের নেতিবাচক মনোভাবে পারেননি সেটা। আর এখন তো পুরোপুরি অসম্ভব তার ফিরে আসা।


যদিও, এসবের ধার কখনই ধারেন নি সাকিবের সমর্থকরা। চরম বৈরি সময়েও তারা বারবার 'সাকিব সাকিব' চিৎকারে প্রকম্পিত করেছেন দেশের বিভিন্ন স্টেডিয়ামের আকাশ-বাতাস। ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে এসেছেন মাঠে। কিন্তু সেখানেই বাঁধে বিপত্তি। নিরাপত্তাকর্মীদের রোষানলে পড়তে হয় তাদের। সাকিবের নামাঙ্কিত ব্যানার-প্ল্যাকার্ড কেড়ে নেয়া হয় তাদের হাত থেকে। অভিযোগ ছিলো, ব্যানার নিয়ে ঢুকতে চাওয়ায় অনেকেই শারীরিকভাবে লাঞ্ছনারও শিকার হয়েছেন স্টেডিয়ামের গেটে। যেন সরকার এবং বিসিবির সাইলেন্ট এক নিষেধাজ্ঞা চলছিলো সাকিবের ওপর। যদিও, প্রতিবারই এ বিষয়ে নিজেদের কিছুই করার নেই বলে আত্মসমর্পণ করতো বিসিবি কর্তারা।


আরও পড়ুন: ভারত-দ.আফ্রিকা টেস্টে আগে চা, পরে লাঞ্চ বিরতি 


তবে, এবার ঘটে গেলো অভিনব এক ঘটনা। চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিবের ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকেন অনেকেই। যা নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংঘর্ষে হয় গ্যালারিতে। এরপর একটু নড়েচড়ে বসেছে ক্রিকেট বোর্ড। পরিস্কার করে তারা জানিয়েছেন, এমন কোনো নিষেধাজ্ঞা তো দূরে থাক, সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢুকতে বাঁধা দেয়ার কোনো নির্দেশনাও নাকি দেয়া হয়নি বিসিবি থেকে।


নাজমূল আবেদীন ফাহিম বলেন, 'আমরা জানি তার অবস্থা কি...। তাকে অনেকেই পছন্দ করে খেলোয়াড় হিসেবে। সাকিবের খেলোয়াড় বিষয়টাই তাকে অনেক পরিচিত করেছে। ফলে যে কেউই তার ছবি নিয়ে আসতে পারে।'


তবে, সংঘর্ষের ঘটনা থানা-পুলিশ পর্যন্ত গড়ানোয় এবার হয়তো একটু বিব্রত বিসিবি। তাই ভবিষতে যাতে এ ধরণের কিছু না ঘটে, সে বিষোয়ে সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেয়া হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন বিসিবি কর্তারা।


চট্টগ্রামের ঘটনায় স্টেডিয়াম থেকে ৬ জনকে আটক করেছিলো পুলিশ। পরে, মুচলেকা নিয়ে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। বাকি তিনজনকে আদালতের আদেশে পাঠানো হয়েছে কারাগারে।

]]>
সম্পূর্ণ পড়ুন