হজযাত্রীদের বিমান ভাড়া কমলো

৩ দিন আগে
সরকারিভাবে ২০২৬ সালের হজের প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এ অবস্থায় হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর ঘোষণা দেয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্যাকেজ ঘোষণার সময় বিমানভাড়া কমানোর তথ্য জানান ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, গতবছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। এ বছর ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। অর্থাৎ এ বছর হজযাত্রী প্রতি বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমেছে। এছাড়া, বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

তিনি আরও বলেন, এ বছর বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে গতবছরের মতো বাংলাদেশ পর্বের ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি।

 

আরও পড়ুন: ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা

 

আ ফ ম খালিদ বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণে আমরা সর্বোচ্চ মনোযোগ দেয়ার চেষ্টা করেছি। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে আমরা কয়েক দফা মতবিনিময় করেছি। আমি নিজে চারবার বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গেও আনুষ্ঠানিক মতবিনিময় করেছি এবং বহুবার অনানুষ্ঠানিক আলোচনা ও কথাবার্তা বলেছি। বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়ে বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন