শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম ফ্লাইট।
ফ্লাইটটি ছেড়ে যাওয়ার আগে হজযাত্রীদের উপহার দিয়ে চসিক মেয়র বলেন, ‘সবার জন্য আমি দোয়া করছি। সবাই যেন তাদের মোবাইল নম্বর এজেন্সিকে দিয়ে রাখে, যাতে কোনো বিপদ হলে দ্রুত যোগাযোগ করতে পারেন। আর হাজিদের নানা শরীর ব্যথা, জ্বর সর্দিসহ নানা সমস্যা হয়। তাই তাদের সমস্যার কথা বিবেচনা করে ওষুধ দেয়া হয়েছে।
‘অনেকে হজে যাওয়ার আগে আমার কাছে আসেন। আমি তাদের নানা পরামর্শ দিয়ে থাকি ডাক্তার হিসেবে। বিশেষ করে তারা বেশি আসেন ব্যথার সমস্যা নিয়ে। তাই হাজিদের সমস্যার কথা বিবেচনা করে এই ওষুধের ব্যবস্থা করেছি’, যোগ করেন তিনি।
আরও পড়ুন: সৌদিতে পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী
এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে মদিনায় ৩টি ও মক্কায় ১৪টি হজ ফ্লাইট যাবে।
বিমান বাংলাদেশ ইয়ারলাইন্সের পরিচালক শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, ‘আমরা হাজি হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। বিমানবন্দরের ভোগান্তি কমাতে নানা কমিটি গঠন করা হয়েছে।’
এরপর বিকেল ৫টার দিকে একে একে বিমানে উঠেন হাজিরা। ৪১৯ জন হাজি নিয়ে সাড়ে ৫টার দিকে সৌদি আরবের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায় বিমান বাংলাদেশের ফ্লাইটি।
আরও পড়ুন: যেসব কারণে বদলি হজ করাতে পারবেন
মুসলিম উম্মার সবচেয়ে বড় ঐক্য ও মহাসম্মেলন ইসলামের চতুর্থ স্তম্ভ পবিত্র হজ। আল্লাহ ও তার রসুলের সান্নিধ্য অর্জনে প্রতিবছর গোটা পৃথিবী থেকে প্রিয় নবীর দেশে যান লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। হজে এবার বার্তা থাকবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি নতুন বাংলাদেশের সমৃদ্ধির জন্য দোয়া।