জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় শুরু হবে ম্যাচ। তার মিনিট ত্রিশ আগে সামাজিক মাধ্যমে একাদশ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এশিয়ান কাপের দৌড়ে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। তবে হারলেও যে সম্ভাবনা থাকবে না, তা কিন্তু নয়; তবে সেটি কেবল কাগজে-কলমেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাভাবিকভাবেই লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর কাছে দলের প্রত্যাশাও অনেক বেশি। শুরুর একাদশে তাকে রেখেই পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: হংকংয়ের বিপক্ষে কেন জিততেই হবে বাংলাদেশকে?
তবে প্রথম একাদশে নেই শমিত, ফাহমেদুল, তপু ও জামাল। ম্যাচের আগে দলের সঙ্গে ভালোভাবে অনুশীলন করা হয়নি শমিতের। চোট থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট নন তপুর।
বাছাইয়ে এখন পর্যন্ত হারেনি হংকং। সিঙ্গাপুরের বিপক্ষে ড্র এবং পরের ম্যাচে ভারতকে হারিয়েছিল তারা। বাংলাদেশের বিপক্ষে কখনও হারের অতীত নেই হংকংয়ের। পরিসংখ্যান বা ফিফা র্যাঙ্কিংয়েও যথেষ্ট এগিয়ে আছে তারা। তবে এসব পরিসংখ্যান মাঠের লড়াইয়ে জয়ের জন্য যথেষ্ট হবে না বলে দলকে সতর্ক করে দিলেন ওয়েস্টউড।
আরও পড়ুন: ফিফার দুই কমিটিতে তাবিথ ও কিরণ
বাংলাদেশের একাদশ
মিতুল, তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা ( জুনিয়র), রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন