ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর দেশের ফুটবলের চিত্রটাই পাল্টে গেছে। এরপর কানাডার লিগে খেলা শমিত সোমও যোগ দেন লাল-সবুজের ডেরায়।
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তবে এ ম্যাচ খেলতে হামজা ও শমিত দেশে আসবেন কবে, তা নিয়েও প্রশ্ন আছে ফুটবলপ্রেমীদের মনে। বাফুফে সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর সোয়ানসি সিটির সঙ্গে ম্যাচ খেলে হামজা চৌধুরীর ঢাকায় পা রাখার কথা রয়েছে ৬ অক্টোবর। অন্যদিকে শমিত সোমের দেশে আসার কথা ৭ অক্টোবর।
আরও পড়ুন: ব্যালন ডি’অর জয়ের ইতিহাসে শীর্ষে আছে যে দেশ
গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে ১ গোল ও এক অ্যাসিস্ট করেছেন তিনি। অন্যদিকে গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শমিত সোমের।
আগামী মাসে হংকংয়ের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ৯ অক্টোবর হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে গিয়ে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন: ব্যালন ডি’অর জিতে কোচের সঙ্গে জিদান-বেনজামাদেরও কৃতজ্ঞতা দেম্বেলের
এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং। সমান পয়েন্ট নিয়ে ১ গোলে এগিয়ে থাকায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে ভারত আছে সবার নিচে।
]]>