সড়কের গর্তে চাকা ঢুকে উল্টে গেল ভটভটি, চালক নিহত

৪ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়কের মাঝে গর্তে সামনের চাকা পড়ে ভটভটি উল্টে জুয়েল রানা (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও অন্তত ৬ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নাচোল-আমনুরা রোডের ফুলকুড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত জুয়েল রানা গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ওয়াজগোরা মৃত জায়গির হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি থেকে রাজশাহীর কাকনহাট এলাকায় আম পাড়তে ভটভটিতে যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ফুলকুড়ি বাজার এলাকায় রাস্তার মাঝে থাকা একটি গর্তে সামনের চাকা পড়ে গেলে ওই ভটভটিটি উল্টে যায়।


আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেল ভটভটি, যুবক নিহত


এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালক জুয়েল রানা ঘটনাস্থলেই নিহত হন। এতে আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা।


আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা স্থানান্তর করেন।


নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও মরদেহ থানায় নেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন