রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বোয়ালমারী পৌরসদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় দুটি ঘটনায় বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
আহতদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর থেকে উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতরা হলেন: উপজেলার গুনবহা গ্রামের বাসিন্দা গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক, (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। আহত অন্য ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: গোপালগঞ্জ পাগলা কুকুরের কামড়ে আহত ১৫
এ বিষয়ে বোয়ালমারী সদরের চৌরাস্তা এলাকার ব্যবসায়ী রুবেল এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রুবেল মিয়া বলেন, ‘আজ সকালে দোকান খোলার সময় আমাকে ঘোড়াটি তেড়ে কামড় দিতে আসে। দোকান থেকে লাঠি নিয়ে ধাওয়া দিলে দূরে চলে যায়। তবে আমি আসার আগেই কাজী ফিরোজ নামে একজনকে কামড় দিয়েছে।’
বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নিজাম উদ্দিন খান বলেন, ‘গত দুদিনে পৌরসভার বিভিন্ন স্থানে নারীসহ কমপক্ষে ১০ জন পাগলা ঘোড়ার কামড় ও ধাক্কায় আহত হয়েছেন। ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই তেড়ে গিয়ে কামড়াচ্ছে। ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড় দিতে পারে। এরপর থেকে হয়তো এ রকম আচরণ করছে পশুটি।’
ঘোড়ার কামড়ে মারাত্মক আহত গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ বলেন, ‘সকালে হাঁটার জন্য মোটরসাইকেলে রেলস্টেশনে যাচ্ছিলাম। মাঝপথে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কোমরে কামড় দেয়। এ সময় আমি মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে আশপাশের লোকজন এসে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে আছি। তবে আক্রান্তস্থানে তীব্র ব্যথা অনুভব করছি। আজ সকালেই আমিসহ কমপক্ষে ৪-৫ জন পাগলা ঘোড়ার আক্রমণের শিকার হয়েছেন।’
আরও পড়ুন: টাঙ্গাইলে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২৫
আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম।
তিনি জানান, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড় দিয়েছে। যার কারণে ঘোড়াটি এমন আচরণ করছে।