সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জামায়াত কর্মীর দাফন সম্পন্ন

২ সপ্তাহ আগে
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন জামায়াত কর্মীর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জে নিজ গ্রামে তাদের দাফন করা হয়।


এর আগে বিকেলে সদর উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বহরম ঢবের স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী।

জানাজায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. কেরামত আলী, জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী প্রমুখ উপস্থিত ছিলেন।


মারা যাওয়া জামায়াত কর্মীরা হলেন: সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (৪০), বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৪৫) ও জোবদুল হকের ছেলে মিজানুর রহমান (৩২)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা।


এদিকে তাদের মৃত্যুতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু জার গিফারী এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ জেলার নেতারা গভীর শোক প্রকাশ করে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 

আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় তাবলীগ জামায়াতের ২ সদস্য নিহত


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম বলেন, ‘এমন দুর্ঘটনা সত্যিই মর্মান্তিক। কারোরই কাম্য নয়। নিহতের স্বজনদের সান্ত্বনা দেয়ার ভাষা আমাদের নেই। জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমরা নিহত পরিবারের পাশে থাকার চেষ্টা করব।’
 

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দুই বাস নিয়ে প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন। এ সময় রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।


দুর্ঘটনাকবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে জামায়াতের তিনজন নিহত এবং অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

]]>
সম্পূর্ণ পড়ুন