স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নব-নিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

২ সপ্তাহ আগে
নব-নিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

 সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

 

 শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর প্রদান করেন।

 

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

 

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন