স্মিথের ৩৬তম টেস্ট সেঞ্চুরিতে চালকের আসনে অস্ট্রেলিয়া

৪ সপ্তাহ আগে
শ্রীলঙ্কা সফরে সাদা পোশাকে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ। প্রথম টেস্টে ১৪১ রানের ইনিংসের পর দ্বিতীয় টেস্টেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে এটি তার ৩৬তম শতক। তাতে তিনি লঙ্গার ভার্সনের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় সমন্বিতভাবে পাঁচে উঠে এসেছেন।

গল টেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্মিথের সঙ্গে সেঞ্চুরি তুলে নিয়েছেন অ্যালেক্স ক্যারিও। দুজনের ব্যাটে ভর করে চালকের আসনে অস্ট্রেলিয়া।

 

শ্রীলঙ্কাকে ২৫৭ রানে অলআউট করার পর দ্বিতীয় দিন শেষে ৭৩ রানের লিড তুলে নিয়েছে সফরকারীরা। ৩ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ৩৩০ রান। স্মিথ ১২০ আর ক্যারি ১৩৯ রানে অপরাজিত রয়েছেন।

 

৯ উইকেটের বিনিময়ে ২২৯ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। ৫৯ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস এদিন দলকে বেশিদূর নিয়ে যাওয়ার সুযোগ পাননি। সঙ্গী লাহিরু কুমারা ২৬ বলে ২ রান করে ম্যাথিউ কুহনেম্যানের শিকার হন। তাতে সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ১৩৯ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৫ রানে অপরাজিত ছিলেন লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান করেছিলেন দিনেশ চান্দিমাল।

 

আরও পড়ুন: পন্টিংকে টপকে স্মিথের রেকর্ড

 

স্বাগতিকদের দ্রুত অলআউট করার পথে বল হাতে নৈপুণ্যে দেখিয়ে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক, কুহনেম্যান ও নাথান লায়ন।

 

ব্যাট হাতে জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ভালো অবস্থানে আছে অজিরা। যদিও শুরুটা ভালো ছিল না তাদের। দলের খাতায় ৩৭ রান যোগ হতেই সাজঘরে ফেরেন ট্রাভিস হেড (২১) ও মার্নাস লাবুশেন (৪)। দলকে ৯১ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন উসমান খাজাও। তার ইনিংস থামে ৩৬ রানে। তবে চতুর্থ উইকেটে লঙ্কান বোলারদের আর কোনো সুযোগই দেননি স্মিথ ও ক্যারি। দুজনেই ব্যক্তিগত সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন। তাদের ২৩৯ রানের অপরাজিত জুটিতে ইতোমধ্যে ৭৩ রানের লিড পেয়েছে অজিরা।

 

এদিকে প্রথম টেস্টে ১৪১ রানের ইনিংস খেলার পথে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা স্মিথ এদিন সেঞ্চুরি হাঁকিয়ে আরও একটি মাইলফলকে পা রেখেছেন। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোতে সমন্বিতভাবে পাঁচে উঠে এসেছেন। স্মিথের মতো টেস্টে ৩৬টি সেঞ্চুরি আছে ভারতের সাবেক তারকা রাহুল দ্রাবিড় ও ইংল্যান্ডের জো রুটেরও। ৫১ সেঞ্চুরি হাঁকিয়ে সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার।

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন কামিন্স ও হ্যাজেলউড

 

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২৪২ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও আধিপত্য চলছে তাদের।

]]>
সম্পূর্ণ পড়ুন