আগামী ২২ মার্চ শুরু হবে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের ১৮তম আসর। প্রতিযোগিতাকে সামনে রেখে নিজেদের কোচিং প্যানেলের শক্তি বাড়াচ্ছে কলকাতা। চন্দ্রকান্ত পন্ডিতের সহকারী হিসেবে তারা নিয়োগ দিলো ক্যারিবীয় কোচ গিবসনকে। আর মেন্টর হিসেবে তো ডোয়াইন ব্রাভো আছেন-ই।
খেলোয়াড়ী ও কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ গিবসনের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলেছেন গিবসন। ৬৫০ এর বেশি প্রথম শ্রেণির উইকেট রয়েছে এই পেসারের।
আরও পড়ুন: ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কি রোহিত-কোহলির অবসরের ঘোষণা আসবে
বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ছাড়াও কোচ হিসেবে চারটি জাতীয় দলের দায়িত্ব সামলেছেন তিনি। ২০০৭-২০১০ ও ২০১৫-২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের বোলিং কোচ ছিলেন গিবসন। মাঝে ২০১০-২০১৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি। সেই সময়ই ২০১২ সালে প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
২০১৭-২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের প্রধান কোচ ছিলেন গিবসন। এরপর ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। অভিজ্ঞ এ কোচ এবার কাজ করবেন কলকাতার হয়ে।
]]>