পেটের পেশীর চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না কিউই অলরাউন্ডার নাথান স্মিথ। বুলাওয়েতে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় চোট পান স্মিথ। ২২ রানে ব্যাট করার সময় পেটে ব্যথা অনুভব করেন তিনি। আহত অবসর নিয়ে মাঠ ছেড়ে যান এই অলরাউন্ডার।
পরবর্তীতে এমআরআই করে পেটের পেশিতে টানের ব্যাপারে নিশ্চিত হয় চিকিৎসকরা। এই চোটের কারণে তাকে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত স্মিথকে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
স্মিথের বদলি হিসেবে জ্যাক ফকসকে দ্বিতীয় টেস্টের দলে নেয়া হয়েছে। ২৩ বছর বয়সী ফকস এই সিরিজের আগে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন। এবার প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন।
আরও পড়ুন: ‘খেললে আমরাও গুঁড়িয়ে দিতাম’, পাকিস্তানের উদ্দেশে রায়না
এছাড়া বাঁহাতি পেসার বেন লিস্টারকে উইল ও'রুর্কির ব্যাকআপ হিসেবে নেয়া হয়েছে। প্রথম টেস্টের তৃতীয় দিনে বোলিংয়ের সময় অস্বস্তি অনুভব করছিলেন ও'রুর্কি, যে কারণে এই মুহূর্তে পর্যবেক্ষণে আছেন।
সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। আগামী ৭ আগস্ট বুলাওয়েতে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।