স্মারক রৌপ্যমুদ্রার দাম বাড়ল

২ দিন আগে
দেশের বাজারে স্মারক রৌপ্যমুদ্রার দাম আড়াই হাজার টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক স্মারক রৌপ্যমুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক মুদ্রিত প্রতিটি স্মারক রৌপ্যমুদ্রার দাম বাড়িয়ে বক্সসহ ১১ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য বৃদ্ধির কারণে স্মারক রৌপ্যমুদ্রার দাম বাড়ানো হয়েছে।

 

নতুন দাম সোমবার থেকেই কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


মাসের শুরুতে দাম বাড়ানোর পর স্মারক রৌপ্যমুদ্রা ছিল ৮ হাজার ৫০০ টাকা। সেই হিসাবে রৌপ্যমুদ্রার দাম বেড়েছে ২ হাজার ৫০০ টাকা।

]]>
সম্পূর্ণ পড়ুন