জ্যোতিদের বিশ্বকাপ মিশন শুরু আজ

১ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের জয়ে দারুণ ছন্দে আছে টাইগ্রেসরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে প্রস্তুত বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন রাবেয়া খান। অন্যদিকে, পাকিস্তানও চায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে। প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

মাঠে নামার আগে টাইগ্রেস শিবিরে দুঃসংবাদ। প্রধান কোচ সারোয়ার ইমরান মাইনর স্ট্রোক করে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। তবে আপতত সুস্থ আছেন টাইগ্রেসদের গুরু। প্রয়োজনে তাকে দেশে নিয়ে আসার ব্যাপারেও প্রস্তুতি নিয়ে রেখেছে বোর্ড। তবে এসব চিন্তা একপাশে রেখে নামতে হচ্ছে বিশ্বকাপ মিশনে।


প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের চেনা প্রতিপক্ষ। এই পাকিস্তানের বিপক্ষে জিতেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ফাহিমা, রাবেয়ারা। কারণ, মূল পর্বের আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে নাটকীয় ম্যাচে হারিয়েছে ১ রানের ব্যবধানে।


আরও পড়ুন: বিশ্বকাপের লড়াই শুরুর আগে স্ট্রোক করেছেন জ্যোতিদের প্রধান কোচ 


দুই দলের খেলা সবশেষ ৫ ম্যাচে ফলাফল ২টি করে জয়। একটি ম্যাচ টাই হলে সেই ম্যাচ সুপার ওভারে জিতে বাংলাদেশ। পরিসংখ্যানে এগিয়ে আছে টাইগ্রেসরা।


শারমিন আক্তার, ফারজানা হক, সোবহানা মোস্তারি, নিগার সুলতানাদের উপর বেশি গুরুদায়িত্ব থাকবে ব্যাটিংয়ে। ফাহিমা, নাহিদা, রাবেয়ারা থাকবেন বোলিংয়ের দায়িত্বে। প্রেমাদাসার উইকেট স্পিন সহায়ক হওয়ায় স্পিন নির্ভর একাদশ হওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশের।


অন্যদিকে, পাকিস্তানও প্রস্তুত সেরাটা নিয়ে শুভ সূচনা করতে। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে বিশ্বকাপের সবগুলো ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়। সেই দিক থেকে কিছুটা সুবিধা পাবে সিদরা আমিনরা। কারণ, ভ্রমণের ঝক্কি ঝামেলা পোহাতে হবে না তাদের। বাংলাদেশের সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার কারণে দুই দলের লড়াইটা জমজমাট হবে সেটাই প্রত্যাশা।

]]>
সম্পূর্ণ পড়ুন