তিনি বলেন, ‘চারবার নির্বাচন করে এ দেশ পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুধু দেশই পরিচালনা করেনি, ভালো নির্বাচনের জন্য রক্ত দিয়েছে, গুম হয়েছে, নির্যাতন সহ্য করেছে। কিন্তু ১৫-১৬ বছরে ৫০ লাখ বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়েছে ফ্যাসিস্ট সরকার। এখন শেখ হাসিনা পালিয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান নিয়েছেন।’
শামসুজ্জামান দুদু বলেন, জিয়াউর রহমান যে ফয়সালা দিয়েছিলেন, আমরা সবাই বাংলাদেশি। পাহাড় আর সমতলের সবাই বাংলাদেশি। জাতীয়তার প্রশ্নে বিভক্তি বাংলাদেশকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে না।’
আরও পড়ুন: ঢাবির অ্যালামনাইরা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে থাকবে: শামসুজ্জামান দুদু
এ সময় আরও উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিমসহ দলীয় নেতাকর্মীরা।