স্বেচ্ছাসেবক দল দক্ষিণ আফ্রিকার আহ্বায়ক কমিটি ঘোষণা

১১ ঘন্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণ আফ্রিকার উত্তর এবং দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকা উত্তর শাখায় ৩১ সদস্য, দক্ষিণ আফ্রিকা দক্ষিণ ৭১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।

 

আরও পড়ুন: রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা

 

অনুমোদিত কমিটিতে দক্ষিণ আফ্রিকা (দক্ষিণ) শাখায় তসলিম উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া গোলাম কিবরিয়া রিপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কাজী ইমাম হাসানকে সদস্যসচিব করা হয়েছে।

 

আর দক্ষিণ আফ্রিকা (উত্তর) শাখায় ফখরুল ইসলামকে আহ্বায়ক, রাসেল মিয়াকে যুগ্ম আহ্বায়ক ও অঞ্জন এলাহিকে সদস্যসচিব করা হয়।

 

আরও পড়ুন: ১৭ বছর ধরে কি স্থানীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছি, প্রশ্ন গয়েশ্বর রায়ের

 

দক্ষিণ আফ্রিকার দুটি অঞ্চল উত্তর এবং দক্ষিণ শাখায় দায়িত্ব পাওয়া নেতারা বিদেশের মাটিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন