সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ওই ব্রিজ দুটির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান।
এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনি, ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
আরও পড়ুন: বরিশালে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আম্ফানের ৬ বছর পেরিয়ে গেলও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নে আলগীপাতাকাটা খাল ও বাদুরা খালের ওপর ভাঙ্গা ব্রিজ দুটি পুনর্নির্মাণ না হওয়ায় ৭টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ ভোগান্তিতে ছিলেন।
মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ইউনিয়নের আলগীপাতাকাটা খালের ওপর ৭৫ ফুট দৈর্ঘ্য ও মিরুখালী ইউনিয়নে বাদুরা খালের ওপর ২৫ ফুট দৈর্ঘ্য কাঠের ব্রিজ দুটি কয়েক বছর ধরে ভাঙ্গা থাকায় স্কুল-মাদ্রাসা, বাজার এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী হাজার হাজার পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। বিষয়টি স্থানীয় যুবদলের নজরে আসে। নিজেদের উদ্যোগে ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা ব্রিজ দুটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেন।
আরও পড়ুন: জনশূন্য এলাকায় ৭ কোটির সংযোগ সড়ক, কী বলছে এলজিইডি?
কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে সেতু দুটি ভাঙার কারণে হাজার হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে নজরে আসে। পরে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সেতু দুটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। যুবদল কর্মীরা সবসময় জনগণের কল্যাণে কাজ করে যেতে চায় বলে জানান তিনি।

৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·