ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে আবাহনীর হয়ে খেলছেন ইমন। রোববার (৬ এপ্রিল) ঈদ বিরতির পর প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে ইমনের দল। আর সেই ম্যাচে ১৫ বলে ফিফটি করেন তরুণ এই ক্রিকেটার।
শাইনপুকুরের দেয়া ৮৯ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ইমন। ৬ ছক্কা ও ৪ চারে ২৩ বলে ৬১ রান করে দলকে জয় এনে দেন ২৬০ বল হাতে রেখে।
ইমনের ১৫ বলে ফিফটি বাংলাদেশের স্বীকৃত ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফিফটি। এত দিন রেকর্ডটি ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে ১৬ বলে ফিফটি করেছিলেন হোম।
লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এটি যৌথভাবে চতুর্থ দ্রুততম ফিফটি। দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ডটা কৌশল্য বীরারত্নের। শ্রীলঙ্কার হয়ে ১৫টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলা বীরারত্নে ২০০৫ সালে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিমিটেড ওভার টুর্নামেন্টে কুরুনেগালার বিপক্ষে ১২ বলে ফিফটি করেন রাগামা সিসির হয়ে খেলা বীরারত্নে।
আরও পড়ুন: শাইনপুকুরকে একশর আগে অলআউট করে ৪০ বল খেলেই আবাহনীর জয়
তালিকার দুইয়ে আছেন আরেক লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা। ১৩ বলে ফিফটির রেকর্ড রয়েছে এই অলরাউন্ডারের। ১৪ বলে ফিফটি আছে দক্ষিণ আফ্রিকার রোরি ক্লাইনভেল্টের। ইমনসহ আরও দুজনের রয়েছে ১৫ বলে ফিফটির রেকর্ড, তারা হলেন পাকিস্তানের সালমান বাট এবং ইংল্যান্ডের অ্যাডাম হোলিওক।
এদিকে, ইমনের ঝড়ের দিন বিকেএসপিতে বল হাতে জাদু দেখিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০ রান খরচায় ৪ উইকেট নিয়ে শাইনপুকুরকে ১০০'র আগে অলআউট করার মূল কৃতিত্ব তারই।
]]>