স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সাবেক এমপির রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

২ সপ্তাহ আগে
স্বাস্থ্যঝুঁকি ও শারীরিক অবস্থা বিবেচনায় নড়াইল-১ আসনের আলোচিত চারবারের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বি. এম. কবিরুল হক মুক্তির রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক মামলায় একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) সকালে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল কোর্ট পুলিশের পরিদর্শক সরেস চন্দ্র।

 

কোর্ট পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আগস্টের পর নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় দায়ের করা পৃথক চারটি রাজনৈতিক মামলায় প্রধান আসামি করা হয় সাবেক সংসদ সদস্য বি. এম. কবিরুল হক মুক্তিকে। বুধবার ওই চার মামলার তদন্ত কর্মকর্তারা প্রত্যেক মামলায় পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। তবে শারীরিক অবস্থা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে চার মামলায় একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

 

এর আগে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর নিকেতন এলাকা থেকে গুলশান থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় কবিরুল হক মুক্তিকে আটক করে। পরে ১৪ অক্টোবর নড়াইলের আমলী আদালতের পৃথক নির্দেশে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নড়াইল জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

 

আরও পড়ুন: নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম

 

বি. এম. কবিরুল হক মুক্তি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

গত ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে এমপি পদ হারান কবিরুল হক মুক্তি। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন