স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যসেবা বন্ধের আলটিমেটাম

২ সপ্তাহ আগে
৩১ আগস্টের মধ্যে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি মেনে না নিলে ১ সেপ্টেম্বর থেকে মাঠ পর্যায়ে টিকাদান কর্মসূচিসহ সব ধরনের স্বাস্থ্যসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নেতারা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সিলেট শাখা অবস্থান কর্মসূচি থেকে এমন ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে সিলেটের সিভিল সার্জনের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন। সিলেটের ১৩ উপজেলার স্বাস্থ্যকর্মীরা ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
 

অ্যাসোসিয়েশনের সিলেট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম জানান, নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক -বিজ্ঞান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান করতে হবে ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছে স্বাস্থ্যকর্মী।

আরও পড়ুন: ছয় দফা দাবিতে ময়মনসিংহে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

তিনি বলেন, ‘আমরা এ কমসূচি পালনের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদন দিয়ে আমাদের দাবি ও কর্মসূচি বিষয়ে অবগত করেই। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন