স্বাস্থ্য সহকারীদের কমপ্লিট শাটডাউনের ঘোষণা, অনিশ্চয়তায় টাইফয়েড ক্যাম্পেইন

৩ দিন আগে
টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবি বাস্তবায়নে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

 

দাবি বাস্তবায়ন না হওয়া পযর্ন্ত সারাদেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাকেন্দ্রে আগামী ১ অক্টোবর থেকে টিকাদানবন্ধসহ আসন্ন ১২ অক্টোবর টাইফয়েড টিকার ক‍্যাম্পেইনের কার্যক্রম ও অন‍্যান‍্য রিপোর্ট প্রদান অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করেন সংগঠনটির নেতারা।

 

স্মারকলিপিতে স্বাস্থ্য সহাকারীরা জানান, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় প্রতিষেধক হিসেবে তৃণমূল পর্যায় স্বাস্থ্য সহকারীরাই টিকা দিচ্ছেন। এ টিকা প্রদান কাজটি সম্পূর্ণ টেকনিক্যালধর্মী হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত।



তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা পদমর্যাদাসহ সরকারের সকল কর্মচারী থেকে চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।

 

আরও পড়ুন: খুলনায় ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা, শূন্য ২০৮টি স্বাস্থ্য সহকারী পদ

 

স্মাকলিপিতে আরও উল্লেখ করা হয়, ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে ঘোষণা দিয়েছিলেন কিন্তু তার কোনো বাস্তবায়ন হয়নি। ২০১৮ সালে আমরা আবারও কর্মসূচিতে গেলে তৎকালীন স্বাস্থ্য সচিব, মহাপরিচালকের (স্বাস্থ্য) আশ্বাসে কর্মসূচি স্থগিত করে কাজে ফিরে যাই। কিন্তু সেবারও দাবি বাস্তবায়ন করা হয়নি। ২০২০ সালে আবারও কর্মসূচিতে গেলে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সবার রেজ্যুলেশনের মাধ্যমে আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেয়া হয়, কিন্তু তারও কোনো বাস্তবায়ন করা হয়নি।

 

গত ২৫ মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালনকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা ৩ মাসের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু দীর্ঘ সময় পরেও দাবি বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। পরে আবারও গত ২৬ জুলাই অধিদফতরের কর্মকর্তাদের ১ মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা টিকাদান ক্যাম্পেইনকে সফলভাবে সম্পন্ন করি। কিন্তু অত্যন্ত দুঃখ বিষয় অদ্যাবধি আমাদের দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেই।

 

আরও পড়ুন: স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যসেবা বন্ধের আলটিমেটাম

 

এ অবস্থায় ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের এক মতবিনিময় ও আলোচনা সভায় ৬৪ জেলার শীর্ষ নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কমপ্লিট শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত হয়।

 

গৃহীত কর্মসূচির মধ্যে ২৮ সেস্টেম্বর মহাপরিচালক (স্বাস্থ্য অধিদফতর, বরাবর স্মারকলিপি প্রদান, ২৯ ও ৩০ সেপ্টেম্বর জেলা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান এবং ১ অক্টোবর থেকে ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জনসহ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি।

 

স্মারকলিপিতে দাবির বিষয়ে বলা হয়, নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ‍্যতা (স্নাতক) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন