স্বামীর সঙ্গে হাজার মাইল দূরে মিম

৩ সপ্তাহ আগে
জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে বড় পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না এখন। গত ১০ নভেম্বর ছিল তার ৩২তম জন্মদিন। ঘরোয়াভাবে ছিমছাম আয়োজন করেছিলেন তিনি। তবে মাস পেরোতেই উড়াল দিলেন হাজার মাইল দূরে।

বর্তমানে ব্র্যান্ড প্রমোশন, বিজ্ঞাপনসহ বেশকিছু কাজে দেখা যাচ্ছে মিমকে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। আবারও তার প্রমাণ পাওয়া গেল মিমের ভেরিফায়েড ফেসবুক পেজে।

 

সম্প্রতি বেশ কয়েকটি দেশে ঘুরে বেড়াচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আগে মরুর দেশ আমিরাত, এরপর গেলেন সোজা মার্কিন মুলুকে। বর্তমানে স্বামী সনি পোদ্দারকে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। সেখানে স্বামীকে নিয়ে দারুণ সময় কাটাতে ব্যস্ত অভিনেত্রী।


যুক্তরাষ্ট্রের কয়েকটি শহর— ম্যানহাট্টান, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, টুইন টাওয়ার মেমোরিয়ালে গিয়ে স্বামীর সঙ্গে ঘুরে বেড়িয়েছেন মিম। শোনা যাচ্ছে, এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই নাকি মিমের এই যুক্তরাষ্ট্র সফর। তবে সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রকাশ না করলেও তার টাইমলাইন ভর্তি ছিল নিজের অবকাশ যাপনের মুহূর্ত ঘিরেই।

 

সবশেষ টুইন টাওয়ার মেমোরিয়াল থেকে ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। যেখানে দেখা যায়, মিমের পরনে ছির লং জ্যাকেট, চোখে ছিল রোদচশমা, ঠোঁটে লাল লিপস্টিক। জ্যাকেটের ভেতরে কালো-আকাশি-সাদার মিশেলে গাউন পরা ছিলেন তিনি।


অন্যদিকে রাতের পোশাকে অভিনেত্রী পরেছিলেন সাদা টপস, কালো প্যান্ট, হালকা অ্যাশ রঙের ওভার কোট এবং সাদা কের্স। আর মিমের স্বামী সনির পরনে ছিল কালো আহ নিক টিশার্ট, জিন্স, সঙ্গে লাল-ডার্ক অ্যাশের কম্বিনেশনের একটি জ্যাকেট এবং সাদা কের্স।

 

আরও পড়ুন: মা হচ্ছেন বিদ্যা সিনহা মিম?


প্রসঙ্গত, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শোবিজ দুনিয়ায় পা রাখেন মিম। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। 

 

আরও পড়ুন: ‘বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল ছিল’
 

]]>
সম্পূর্ণ পড়ুন