স্বামীর ঘুষিতে অচেতন, হাসপাতালে নেয়ার পর গৃহবধূর মৃত্যু

২ সপ্তাহ আগে
খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর বয়রা ইসলামিয়া কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, টাকা-পয়সা নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্বামী মাসুদের ঘুষিতে অচেতন হয়ে পড়েন চাঁদনী আক্তার। পরে স্বজনরা তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই স্বামী মাসুদ পলাতক।

 

আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মরদেহ

 

চাঁদনীর ভাই হৃদয় অভিযোগ করেন, ‘তার বোনকে সব সময় নির্যাতন করত মাসুদ। ঘটনার পর থেকে সে লাপাত্তা হয়ে গেছে।’

 

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে হৃদয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল মাসুদ। মঙ্গলবার সন্ধ্যায় সেই টাকা চাইতে হৃদয় তাদের বাসায় গেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে মাসুদ চাঁদনীকে চোয়ালে আঘাত করলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

 

পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি শফিকুল ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন