বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে শামিম ও হত্যায় সহযোগিতা করায় স্ত্রী মেঘনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে মিলন ও মেঘনা বিয়ের মাধ্যমে উভয়েই তৃতীয়বারের মতো সংসার শুরু করেন। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। মিলন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ প্রায় দশটি মামলা রয়েছে।
আরও পড়ুন: পোস্তগোলায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় প্রাণ গেল সাকিবের
সম্প্রতি মারামারির এক মামলায় গ্রেফতার হয়ে তিনি মাত্র আট দিন আগে জামিনে মুক্তি পান। বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে আবারও মিলন ও মেঘনার মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে মেঘনার প্রথম পক্ষের ছেলে শামিম লাঠি দিয়ে মিলনের মাথায় একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·