স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও ভোট না দিতে পারায় প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভ

২ সপ্তাহ আগে
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারেন না। এ নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এবার প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ শীর্ষক আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি উঠেছে।

এই আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে কোরিয়া প্রবাসী ঐক্য পরিষদ ও কোরিয়া মুসলিম কমিউনিটি। এ সময় পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান প্রবাসীরা।

 

শনিবার (১২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ায় হোয়াসং বায়তুল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান প্রবাসীরা। 

 

আরও পড়ুন:দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুসংবাদ

 

আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি আলোচিত হচ্ছে দীর্ঘদিন ধরেই। দেশ ছেড়ে বিদেশের মাটিতে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির বসবাস। প্রবাসীদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের অধিকার আদায়ে এ আলোচনা সভার আয়োজন বলে জানান আয়োজকরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান শিশির মনির।

 

এদিকে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকারের মাধ্যমে প্রবাসীরা সরাসরি অংশ নিয়ে জাতীয় উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।

 

আরও পড়ুন:মালদ্বীপ গমনেচ্ছুদের প্রতি বাংলাদেশ হাইকমিশনের জরুরি নির্দেশনা

]]>
সম্পূর্ণ পড়ুন