সোমবার (১৪ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস করতে নেমেই জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েন সিকান্দার রাজা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। দলের হয়ে এক সিকান্দার রাজা বাদে কেউ বলার মতো রান করতে পারেননি। ৩৮ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান। এছাড়া, ৩০ রান আসে ব্রায়ান বেনেটের ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জর্জ লিন্ডে। একটি করে উইকেট পেয়েছেন চার বোলার।
১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে রুবিন হারম্যান এবং ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা। হারম্যান ৩৭ বলে ৪৫ রান করেন এবং ব্রেভিস ১৭ বলে খেলেন ৪১ রানের ঝড়ো ইনিংস।
আরও পড়ুন: নতুন রেকর্ড গড়লেন সূর্যবংশী, যেখানে আছে দুই বাংলাদেশির নামও
জিম্বাবুয়ের হয়ে ৪ ওভারে ৩৫ রান খরচায় ৩ উইকেট নেন রিচার্ড নাগারভা। তিনি এদিন ৩ উইকেট শিকারের মধ্য দিয়ে সিকান্দার রাজাকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৮৩ উইকেট শিকারের রেকর্ড গড়েন। এই তালিকায় সিকান্দার রাজা ৮১ উইকেট আর ব্লেসিং মুজারাবানি ৭৮ উইকেট শিকার করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন।
সিকান্দার রাজা ও রিচার্ড নাগারভার রেকর্ড গড়া ম্যাচে হার এড়াতে পারেনি জিম্বাবুয়ে। আগামী বুধবার (১৬ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।