এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে নয় ভরি গলানো স্বর্ণ, ২টি স্বর্ণালংকার, নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত নুর উদ্দিন স্বীকার করেন তার বাসায় চুরির নগদ অর্থ, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা রয়েছে। পরবর্তীতে তার পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসায় অভিযান চালিয়ে স্ত্রী কুলসুম বেগমের হেফাজত থেকে নগদ টাকা এবং স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে এবং পুরো চোরচক্রটি চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: পারভেজ হত্যা: চট্টগ্রাম থেকে আরেক আসামি গ্রেফতার
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, অভিযানে একটি সুসংগঠিত চোরচক্রের কার্যক্রম রুখে দিতে সক্ষম হয়েছি। তদন্ত এখনো চলমান এবং চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্তে কাজ চলছে।