স্বপরিবারে তাজমহলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

২ সপ্তাহ আগে
স্বপরিবারে ভারতের তাজমহল দেখলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) তিনি ভারতের এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে যান। পরিবারের সঙ্গে তাজমহল ভ্রমণের মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেন ভ্যান্স।

গত সোমবার (২১ এপ্রিল) স্ত্রী ও সন্তানদেরসহ চারদিনের সফরে দিল্লীতে আসেন জেডি। এ সফরে তার সঙ্গী হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিসহ পাঁচ কর্মকর্তা।

 

সফরের প্রথম দিন নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গে জেডি ভ্যান্স ও তার পরিবারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তাদের পারিবারিক আবহে আলাপ করতে দেখা যায়।

 

জেডি ভ্যান্সের সফরের দ্বিতীয় দিন গত মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে দুদিনের সফরে মোদি সৌদির আরব যান। এদিন বিকেলেই ভারত অধিকৃত কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হন।

 

আরও পড়ু্ন: কাশ্মীর হামলার জের / ভারতের কঠোর ৫ পদক্ষেপ, জবাব দেয়ার প্রস্তুতি পাকিস্তানের!

 

নিহতদের বেশিরভাগই পর্যটক যার মধ্যে অন্তত একজন বিদেশিও রয়েছেন বলে খবরে বলা হয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায় বলে জানা গেছে। এটি ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে বিবেচিত হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী। 

 

হামলার ঘটনার পর জেডি এক বিবৃতি বলেন, ‘ভারতের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি ঊষা ও আমি সমবেদনা জানাই। গত কয়েকদিন ধরে আমরা এই দেশ এবং এর জনগণের সৌন্দর্যে অভিভূত। এই ভয়াবহ হামলার শোক প্রকাশের সময় আমাদের ভাবনা ও প্রার্থনা তাদের সাথে রয়েছে।’

 

শোক জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি মোদিকে ফোন করে খোঁজখবর নেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স বার্তায় ওই ফোনকলের কথা উল্লেখ করেন। বলেন, ট্রাম্প এই হামলার নিন্দা করেছেন। সেই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকা এবং সম্ভাব্য সব সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন।

 

আরও পড়ুন: ভারতের কঠোর ৫ পদক্ষেপ, জবাব দেয়ার প্রস্তুতি পাকিস্তানের!

 

]]>
সম্পূর্ণ পড়ুন