‘স্বনির্ভরতার পথে এক পদক্ষেপ’ স্লোগানে বন্ধুরা মতি মিয়ার দোকানে প্রয়োজনীয় প্রায় ৯০ শতাংশ সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। মতি মিয়া যেন নিশ্চিন্তে বেচাকেনা করতে পারেন, সে জন্য তাঁরা দোকানের তাকগুলো হরেক রকম পণ্যে সাজিয়ে দেন। সরবরাহ করা সামগ্রীর মধ্যে ছিল—চিপস, মটরভাজা, চানাচুর, বিস্কুট, গুঁড়া দুধ, চকোলেট, শম পাপরি, ডাল ভাজা, চা পাতা, নিত্যপ্রয়োজনীয় মুদিসামগ্রী যেমন আলু, পেঁয়াজ, রসুন, আদা, মসুর ডাল, লবণ, সয়াবিন তেল, শর্ষের তেল, নুডলস, প্রসাধনসামগ্রী যেমন শ্যাম্পু, টুথপেস্ট, গুঁড়া সাবান, মশার কয়েল ও বেচাকেনার জন্য দাঁড়িপাল্লা, ওজন করার বাটখারা ও জিনিসপত্র রাখার গামলা ইত্যাদি।