সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমার দেয়ার শেষ মুহূর্তের কয়েক মিনিট আগে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর এমএ হান্নান জানান, দলের বিরুদ্ধে যেতে চাননি তিনি। কেবলমাত্র দলের তৃণমূলের নেতাকর্মীদের চাপে শেষ মূহুর্তে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে বাধ্য হয়েছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত অনেকের চোখের পানি দেখা গেছে।
আরও পড়ুন: জামায়াতের জোটে যুক্ত হচ্ছে এবি পার্টি, মনোনয়নপত্র জমা দিলেন ফুয়াদ
তার একটু পরই দলের আরেক মনোনয়ন বঞ্চিত প্রার্থী চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনের বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নূরুল হুদার ছেলে, জেলা বিএনপি নেতা তানভীর হুদা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে বিপুল পরিমাণ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·