সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে ডাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সময় টেলিভিশনকে এ কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
ডাকসু নির্বাচনের পুরো আয়োজন ঘিরে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন উপাচার্য।
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন ঘিরে সারাদেশে যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সেই জনসমর্থন সঙ্গে নিয়েই আগামীকালের ভোট সফলভাবে সম্পন্ন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে: ডিসি মোল্লা আজাদ
ভোটের আগমুহূর্তে বিভিন্ন প্রার্থীদের সামাজিক অ্যাকাউন্টে হামলা প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ চলছে।’
বৈঠকে উপস্থিত ছিলেন, লেফ. জেনা. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আসিফ নজরুল, আইন উপদেষ্টা, অধ্যাপক সি আর আবরার, শিক্ষা উপদেষ্টা, আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা, বাহারুল আলম, পুলিশ মহাপরিদর্শক, শেখ সাজ্জাত আলী, কমিশনার, ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।