রোববার (৮ জুন) ফেসবুক স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন অপু। সেখানে দেখা যায়, ঈদ উপলক্ষ্যে দুই হাতে মেহেদি পরেছেন। খাসি কোরবানি দিয়েছেন। কসাইয়ের সঙ্গে বসে কোরবানির মাংস কাটছেন।
শুধু তাই নয়, জবাই করা মাংস মাটির চুলায় রান্নাও করেছেন ঈদের দিন। এ সময় অভিনেত্রীর পাশে চেয়ারে বসা ছিল তার একমাত্র সন্তান আব্রাম খান জয়।
মাংস রান্না করার সময় অপু বলেন,
কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না, নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ, স্পেশাল অনেকে খাবে।
অভিনেত্রী আরও বলেন,
মাংস রান্না করার পর একটু ট্রাই করে দেখি, কেমন হয়েছে যেহেতু সবাই খাবে।
আরও পড়ুন: ‘তাণ্ডব’-এ বড় চমক, দুর্দান্ত লুকে রয়েছেন সিয়াম-নিশো
অভিনেত্রীর এমন মন্তব্যে নেটিজেনরা বলছেন, অপুর কাছে পছন্দের ও স্পেশাল মানুষ হলো তার একমাত্র ছেলে জয়। ছেলের জন্যই বিশেষ আয়োজন করেছেন এ চিত্রনায়িকা।
আরও পড়ুন: মুক্তির প্রথম দিনই ‘তাণ্ডব’ সিনেমার মিড নাইট শো চলছে...
তবে অনেকে আবার মন্তব্যের ঘরে লিখেছেন, স্পেশাল অনেকের মধ্যে ঢালিউড মেগাস্টার শাকিব খানও রয়েছেন।
]]>