উয়েফা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে স্পেন ও বেলজিয়াম দুদলই গতকাল ৬টি করে গোল করেছে। তুরস্ককে স্পেন হারিয়েছে ৬-০ গোলে, বেলজিয়ামের জয়ও একই ব্যবধানে। এ নিয়ে শেষ ৪ ম্যাচে স্পেন করল ১৬ গোল, বেলজিয়ামের শেষ তিন ম্যাচে গোল ১৬টি।
স্পেন তুরস্কের মুখোমুখি হয়েছিল তর্কু অ্যারেনায়। বাছাইয়ের আগের ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ ব্যবধানে হারানো দলটি এদিন জিতে মিকেল মেরিনোর হ্যাটট্রিকে। পেদ্রির কল্যাণে ৬ মিনিটের মধ্যেই গোলের খাতা খুলে তারা। পরের দুটি গোলই করেন মেরিনো। ২২ মিনিটে প্রথম জালের দেখা পাওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।
৫৩ মিনিটে ব্যবধান ৪-০ করেন ফেরান তোরেস। ৫৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো। পেদ্রি নিজের দ্বিতীয় গোলটি করেন ৬২ মিনিটে। এই জয়ের ফলে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। ৩ পয়েন্ট করে আছে যথাক্রমে দুই ও তিনে থাকা জর্জিয়া ও বুলগেরিয়ার।
আরও পড়ুন: ফন পার্সিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ডিপে
বেলজিয়াম আছে বিশ্বকাপ বাছাইয়ের ‘জে’ গ্রুপে। আগের ম্যাচে লিচেস্টেইনকে একই ব্যবধানে হারিয়েছিল তারা। সেখানে এক গোল করা কেভিন ডি ব্রুইনা আজ করেছেন জোড়া গোল। জোড়া গোল করেন জেরেমি ডকুও। বাকি দুই গোলের একটি নিকোলাস রাসকিন ও অন্যটি থমাস মুনিয়েরের। বেলজিয়াম অবশ্য গ্রুপের শীর্ষে নেই, ৪ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা, ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ বেশি খেলা উত্তর মেসিডোনিয়া।
স্পেন ও বেলজিয়ামের দাপুটে জয়ের রাতে স্বস্তি ফিরেছে জার্মানি শিবিরে। হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা আগের তিন ম্যাচেই হেরেছিল। পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হারের তাও যৌক্তিক ব্যাখ্যা মিলে, স্লোভাকিয়ার বিপক্ষে হারের ব্যাখ্যা কী! অবশ্য তিন হারের পর গতকাল নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফিরেছে তারা, নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়েছে ৩-১ গোলে।