স্পেন ছেড়ে মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন রদ্রিগেজ

৩ সপ্তাহ আগে
স্প্যানিশ ক্লাব রায়ো ভায়াকানোতে যোগ দেয়ার পাঁচ মাস পরই আবারও ক্লাব পরিবর্তন করলেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ। ভায়াকানো ছেড়ে এবার তিনি যোগ দিয়েছেন মেক্সিকান ক্লাব লেওনে। গত সোমবার (১৩ জানুয়ারি) ক্লাবটির সঙ্গে চুক্তি করেন ৩৩ বছর বয়সি এই তারকা।

লেওনে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন জেমস। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রদ্রিগেজের সঙ্গে এক বছরের চুক্তি করেছে লেওন। সুযোগ রাখা হয়েছে আরেক মৌসুম মেয়াদ বাড়ানোর।


আরও পড়ুন: লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশের হামজা 
 



রায়ো ভায়াকানোর সঙ্গে পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়েন রদ্রিগেজ। কিছুদিন আগেই এমন ঘটনা আরেকটি ক্লাবের সঙ্গে ঘটিয়েছেন তিনি। এর আগে পারস্পরিক সমঝোতায় ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর সঙ্গে রদ্রিগেজের চুক্তি বাতিল হয়েছিল।


২০২০ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কোনো ক্লাবে থিতু হতে পারছেন না রদ্রিগেজ। ২০২০ থেকে এখন পর্যন্ত ছয়টি ক্লাব পরিবর্তন করলেন একসময়ের উদীয়মান এই কলম্বিয়ান ফুটবলার। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর রদ্রিগেজ খেলেছেন—এভারটন, আল রায়ান, অলিম্পিয়াকস, সাও পাওলো, রায়ো ভায়াকানো এবং এখন যোগ দিলেন লেওনে।

]]>
সম্পূর্ণ পড়ুন