মহাকুম্ভ মেলায় ফের আগুন, পূণ্যার্থীদের মধ্যে আতঙ্ক

২ ঘন্টা আগে
ভারতের উত্তর প্রদেশের প্রয়োগরাজ শহরে মহাকুম্ভ মেলায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সেক্টর ১৮ এলাকায় হরিহরা নন্দ ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

 

আগুন লাগার জেরে পূণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছু এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

খক চক থানার পরিদর্শক যোগেশ চতুর্বেদী বলেন, ‘পুরাতন জিটি রোডের তুলসী চৌরাহার কাছে একটি ক্যাম্পে আগুন লাগে। তবে, দমকলকর্মীরা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

 

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় হঠাৎ কেন গঙ্গায় ডুব দিলেন মোদি?

 

উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, চলমান মহাকুম্ভে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীতে ৩৯ কোটি ৭৪ লাখের বেশি মানুষ স্নান করেছেন। গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কড়া নিরাপত্তার মধ্যে সঙ্গমঘাটে স্নান করেন।

 

প্রয়োগরাজের চাটনাগ ঘাট এলাকায় একটি খোলা জায়গায় ১৫টি তাঁবুতে আগুন লাগার এক সপ্তাহ পর এই আজ ফের আগুন লাগার ঘটনা ঘটল। এ ঘটনায় এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: কুম্ভমেলা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় ৫ নেপালি নিহত

 

এর আগে গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হয়ে ৩০ জন নিহত এবং ৬০ জন আহত হন। উত্তরপ্রদেশ সরকার নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছে।

 

কুম্ভ মেলা প্রতি ১২ বছরে একবার একবার অনুষ্ঠিত হয়। গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

]]>
সম্পূর্ণ পড়ুন