স্পন্সর ভিসার ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনোই দেখেনি ইতালি। প্রতি বছর এই ভিসার ক্ষেত্রে কোটার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়ে। তবে ২০২৫ সালের স্পন্সর ভিসার আগাম আবেদন ফরম পূরণের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। নির্ধারিত কোটার বিপরীতে অনেক কম আবেদন জমা পড়ায় শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি ইতালির পার্লামেন্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানান, ২০২৫ সালের স্পন্সর ভিসার আগাম আবেদনে নির্ধারিত কোটার বিপরীতে ২৭ শতাংশ ফর্ম জমা পড়েছে।
আরও পড়ুন: স্পন্সর ভিসা নিয়ে বড় সুখবর দিলো ইতালি
ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশিদের মতে, এমন পরিস্থিতি বেশ অস্বাভাবিক। বাংলাদেশসহ অন্যান্য দেশের আবেদনকারীদের ফরম যাচাই-বাছাইয়ে কঠোরতার কারণে এমন পরিস্থিতি বলে জানান কেউ কেউ। তবে বিষয়টিকে বাংলাদেশিদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা।
তারা বলছেন, অনেকেই জমা দিতে পারে নাই, অনেকে দিয়েছে, আবার অনেকে ইচ্ছা করে দেয়নি। তবে কম জমা হওয়ার কারণে বাংলাদেশিদের ভাগ্য খুলে যেতে পারে।
আরও পড়ুন: স্পন্সর ভিসার আবেদন করতে পারছে না বহু বাংলাদেশি, কারণ কী?
ইতালিতে ২০২৪ সালের জন্য বরাদ্দকৃত স্পন্সর ভিসার কোটা ছিল ১ লাখ ৮০ হাজার ৭২৩টি। আবেদনের সময়সীমা ছিল পহেলা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। আবেদনের পরিপ্রেক্ষিতে তিন ক্যাটাগরিতে ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের ৫, ৭ ও ১২ ফেব্রুয়ারি।
]]>