স্নিকোমিটারের অপসারণ চান স্টার্ক

৪ সপ্তাহ আগে
বিতর্কটা গতকালই তৈরি হয়েছিল। আলেক্স ক্যারে ৭২ রান নিয়ে ব্যাট করার সময় জশ টাংয়ের বলে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের রিভিউয়ে অনফিল্ড আম্পায়ার আহসান রাজা নটআউট দেন, টিভি আম্পায়ার ক্রিস গ্যাফানি স্নিকোমিটার দেখে সেই সিদ্ধান্তেই অটল থাকেন।

ক্যারে মূলত আউটই হয়েছিলেন। স্নিকোমিটারের সমস্যার কারণে তা ধরা পড়েনি। শেষ পর্যন্ত ১০৬ রান করেন অজি উইকেটরক্ষক। বিরাট এই ভুল স্নিকোমিটার সরবরাহকারী প্রতিষ্ঠান বিবিজি স্পোর্টস মেনে নেয়ায় ইংল্যান্ড হারানো রিভিউ ফিরে পেয়ে দ্বিতীয় দিন শুরু করে। স্নিকোমিটার নিয়ে আজকের খেলায়ও অসন্তোষ তৈরি হয়েছে।


আজকের অসন্তোষটি ইংল্যান্ড উইকেটরক্ষক জেমি স্মিথকে ঘিরে। প্যাট কামিন্সের ওভারে অস্ট্রেলিয়া ক্যাচ আউটের আবেদন করেছিল। স্নিকোমিটার দেখে গ্যাফানি নট-আউট দেন। গ্যাফানির যুক্তি, বল উসমান খাজার হাতে যাওয়ার আগে স্মিথের হেলমেট ছুঁয়ে গিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া মনে করছে বলটি লেগেছিল স্মিথের গ্লাভসে।


আরও পড়ুন: প্রথম ১২ বলে ১৪ রানে ২ উইকেট নেয়া রিশাদ তৃতীয় ওভারে খরুচে


দুই ওভার পর স্মিথ আউট হন সেই কামিন্সের ওভারেই। এবারও বিতর্ক পিছু ছাড়েনি। আলেক্স ক্যারের হাতে বল জমা পড়ার আগে একটি স্পাইক দেখিয়েছিল স্নিকো। সেটা হয় বল ব্যাটকে ছাড়িয়ে যাওয়ার পর। স্মিথ তাই সিদ্ধান্তটি নিয়ে হতাশ ছিলেন।


এই বিতর্কের পর স্নিকোমিটারের অপসারণ চাইলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ‘স্নিকোর অপসারণ হওয়া উচিত। এটা নিকৃষ্ট প্রযুক্তি। গতকাল একটা ভুল হয়েছিল, আজ একটা হলো।’


স্নিকোমিটারের সমালোচক অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও। চ্যানেল ৭-কে তিনি বলেন, ‘অন্য দেশের প্রযুক্তির মতো আমাদের দেশে ব্যবহৃত প্রযুক্তি এত ভালো নয়। আম্পায়ারের সঙ্গে কথা বলুন, তারাও একই জিনিস বলবে। তারা এটাকে বিশ্বাস করতে পারে না।’

]]>
সম্পূর্ণ পড়ুন