সোমবার (৭ জুলাই) ধামরাইয়ের সানোডা ও সোমভাগ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বাস্তবায়ন ও আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দেশে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করলে দেশে হানাহানি সৃষ্টি হবে। শেখ হাসিনা সেটিই চাচ্ছেন। অনেকেই না বুঝেই সেই ষড়যন্ত্রে পা দিচ্ছেন।
জাতীয় নির্বাচনের আগে কয়েকটি রাজনৈতিক দলের স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে অযৌক্তিক বলে মনে করেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, দেশের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এমন সময় জাতীয় নির্বাচন না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হলে দেশে হানাহানি হবে। আর ষড়যন্ত্রকারীরা দেশে এই অস্থিরতাই চায়।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় না পড়ে দ্রুত নির্বাচন দিন: মুরাদ
মুরাদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর অব্যাহত নিপীড়ন, হামলা-মামলা, গুম ও নির্যাতনের ঘটনা ছিল ইতিহাসের বর্বরতম দৃষ্টান্ত। সেই অত্যাচারের বীভৎসতা জনগণ ভুলে যায়নি।
সানোডা ইউনিয়নের সভা হয় কালামপুর বাজারে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ফজলুল হক। সোমভাগ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন আফছার উদ্দিন মাস্টার।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে টালবাহানার জবাব রাজপথে দেয়া হবে: মুরাদ
সভায় আরও বক্তব্য- দেন এম এ জলিল, আনছার আলী, আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, লোকমান হোসেন দেওয়ান, এবাদুল হক জাহিদ, শাহজাহান হোসেন শিপু, ইসমাইন হোসেন সুমন প্রমুখ।